‘আমার বিয়ে, পাস মার্ক দিয়েন স্যার’

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিভিন্ন সময় পরীক্ষার খাতায় পাস করিয়ে দেয়ার নানা ধরনের আর্জি করেন পরীক্ষার্থীরা।

কেউ লেখেন চাকরি না পাওয়ার আশংকার কথা, কেউ আবার ভয় পান পরিবারের মারধরের।

কেউ তো আবার পরীক্ষার খাতার সঙ্গে পরীক্ষককে খুশি করতে ৫০-১০০ টাকার নোট লাগিয়ে দেন।

তবে এবার পরীক্ষার খাতায় মিলল একটু ভিন্নধরনের আর্জি। এবারের আর্জিতে বিয়ের জন্য পরীক্ষায় পাস করিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

মজার ও অদ্ভুত এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের সাম্প্রতিক এক পরীক্ষায়।

এক ছাত্রী তার পরীক্ষায় খাতায় লিখেছেন, ‘স্যার ম্যায় এক লাড়কি হুঁ! মেরি শাদি ২৮ জুন কো হ্যায়, মুঝে পাস কর দেনা! নেহি তো ঘরওয়ালে গুসসে মে রেহেঙ্গে!’

তবে ছাত্রীর এ আর্জি কাজে আসছে না। লখনৌ এর জেলা স্কুল পরিদর্শক মহেশকুমার সিংহের কথায় অন্তত তাই মনে হয়েছে।

তিনি বলছেন, ‘এ ধরনের ছল চাতুরিতে কোনো কাজের কাজ হয় না। শিক্ষকরা পেশাদার, তাদের কাজই খুঁটিয়ে পরীক্ষার খাতা দেখা। আমরা এই ধরনের কাজকে উৎসাহ দিই না।’

পূর্ববর্তী নিবন্ধআমাদের দুই বোনের এক নায়ক : আঁচল
পরবর্তী নিবন্ধ৭ দিনেই ৮০০ কোটির ক্লাব খুলল ‘বাহুবলী ২’!