`আমার কাছে কুমিল্লার জার্সির মূল্য অনেক বেশি’

স্পোর্টস ডেস্ক : প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই লিটনকে দলে নিয়েছে কুমিল্লা। এর আগে তিন আসর কুমিল্লার জার্সিতে খেলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
২০১৫ সালে কুমিল্লার প্রথম শিরোপা জয়ের আসরে দলের অন্যতম সদস্য ছিলেন লিটন। শুরু থেকেই এ দলের সঙ্গে থাকায় লিটনের কাছেও কুমিল্লা দল ও দলের জার্সি অনেক মূল্যবান। এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেজে প্রকাশিত সেই ভিডিওতে লিটন বলেছেন, ‘এ বছর বিপিএল খেলবো কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। এর আগেও তিন বছর খেলেছি কুমিল্লার হয়ে। এই দলটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি প্রথম থেকেই এ দলের সঙ্গে ছিলাম। এই জার্সিটার মূল্য আমার কাছে অনেক বেশি। কারণ আমি এখানে খেলেছি অনেক আগেই।

এসময় ভালো খেলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই যে এতদিন যেভাবে কুমিল্লাকে সমর্থন দিয়ে এসেছেন, তা করে যাবেন। মাঠে তো আসার সুযোগ নেই, অনলাইন বা যে মাধ্যমেই হোক আমাদের সাপোর্ট করবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন দলটা ভালো কিছু করতে পারে।’

কুমিল্লার হয়ে প্রথম দফায় তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। সেই তিন আসরে ৩৩ ম্যাচ খেলে ১৬.৫৯ গড়ে ৪৪৮ রান করেছিলেন লিটন। এবার এই পরিসংখ্যান নতুন করে সাজানোর মিশনেই নামবেন এ উইকেটরক্ষক ব্যাটার।

 

পূর্ববর্তী নিবন্ধগত দুই বছরে শিমুর সঙ্গে কোনো কথাই হয়নি: জায়েদ খান
পরবর্তী নিবন্ধশিক্ষক বাবার বেতনের দাবিতে প্ল্যাকার্ড হাতে সন্তানরা