আমরা ৪-৫ জন ছাড়াও দল অনেক কিছু পারে: সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম টেস্টেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তরুণদের নিয়ে এমন দারুণ পারফর্মেন্সের জন্য বেশ খুশি বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (৭ জানুয়ারি) অপোর আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব।

বাংলাদেশের ক্রিকেট সিনিয়ন নির্ভর হয়ে পড়েছে এমনটা অনেকে মনে করলেও তা ভুল প্রমাণ করেছে এবারের বাংলাদেশের তরুণ দল। দলে অধিনায়ক মুমিনুল হক, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছাড়া আর কারও ২০টি টেস্ট খেলারও অভিজ্ঞতা নেই। আর তারাই এনে দিয়েছেন ইতিহাসগড়া পারফরম্যান্স।

সাকিব  বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার বিষয়। মিডিয়ায় সবসময় যেটা মনে করে, আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই। তো সেটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। তাদেরকে যদি এভাবে দায়িত্ব দেওয়া হয়, তারা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।’

এমন পারফরমেন্স পুরো বছরই ধরে রাখার আহ্বান জানিয়েছেন সাকিব। সাকিবের মতে, প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, দ্বিতীয় ম্যাচে আরও ভাল খেলবে তারা। সাকিব বলেন, ‘বছরের শুরুটা যেভাবে হলো, অবিশ্বাস্য। দলের প্রতিটা খেলোয়াড়, কোচিং স্টাফকে এর কৃতিত্ব দিতে হবে। সবাই যেভাবে চেষ্টা করেছে। কারণ আমাদের আগের বছরটি ভালো যায়নি। এ বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। শুরুটা যেহেতু এত ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারবো।’

 

পূর্ববর্তী নিবন্ধ‘মাসে ১ কোটি মানুষ টিকার আওতায় আসবে‘
পরবর্তী নিবন্ধবিএনপি টানেল থেকে বের হতে পারবে, আশা হাছান মাহমুদের