‘আমরা জাগ্রত বিবেক’র স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

পপুলার২৪নিউজ ডেস্ক: ‘আমরা জাগ্রত বিবেক’- এর ২৫ জন সদস্য ফরিদপুর সদর উপজেলার অম্বিকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শোভারামপুর গ্রামের বেপারী বাড়ি থেকে একই গ্রামের বটতলা মোড় পর্যন্ত পাকা সড়কের পাশের গর্তগুলো স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে ভরাট করেছি। কারণ বর্ষা মৌসুমে বৃষ্টিতে সড়কের পাশের মাটি ধসে গেলে সড়কটি হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। তাই আমরা প্রায় এক কিলোমিটার সড়কের পাশের ২০টি গর্ত ভরাট করেছি। “শনিবার সকালে এভাবেই নিজেদের কাজের বর্ণনা দিলেন ফরিদপুরের মানবিক সংগঠন ‘জাগ্রত বিবেক’ এর প্রধান কুদ্দুসুর রহমান।

কুদ্দুসুর রহমান বলেন, “সদর উপজেলা অম্বিকাপুর ইউনিয়নের শোভারাম এলাকার পাকা সড়কের পাশের ধসে যাওয়া অংশে মাটির গর্ত সৃষ্টি হয়েছে। এতে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। গর্তগুলো মাটি দিয়ে ভরাট করতে ঝুড়ি-কোদাল হাতে আমরা আজ সকাল সাড়ে ৬টা থেকে কাজ শুরু করি। সকাল ১০টার মধ্যে ওই সড়কের ২০টি গর্ত ভরাট করেছি। ”

কুদ্দুসুর রহমান আরো বলেন,”পুরো বর্ষা মৌসুমজুড়ে আমাদের এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আজকে এ কাজের নেতৃত্ব দিয়েছেন বটতলা শাখার টিম লিডার মোফাজ্জেল হোসেন মন্টু। এ কাজে অন্যদের মধ্যে অংশ নেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মণ্ডল, মনিরুজ্জামান শামীম, বেলাল হোসেন খান, ইউনুস বেপারী, লিটন খান প্রমুখ। ” অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী বলেন, “জাগ্রত বিবেক নামের এ সংগঠনের সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণযোগ্য। ”

পূর্ববর্তী নিবন্ধটেনিস বিশ্বকাপের প্রস্তাব, নড়চেড়ে বসলেন তারকারা
পরবর্তী নিবন্ধবার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২২ বছরে পদার্পণ