মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি একথা বলেন।
জাতীয় পার্টির চেয়রম্যান বলেন, ‘অতীতের সব তত্ত্ববধায়ক সরকারের প্রধানরা জাতীয় পার্টির প্রতি অবিচার করেছেন। সবাই বেঈমানী করেছেন। জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে আমরা ভাল কাজ করেছি বলে আল্লাহ টিকিয়ে রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে কার ভাগ্য সুপ্রসন্ন হবে তা আমরাই ঠিক করবো। এজন্য নির্বাচনে ৩০০ আসনে দলের একক প্রার্থী দেয়া হব।’
বিএনপির সম্প্রতি ঘোষণা করা ভিশনে আওয়ামী লীগ ভীত হয়ে গেছে মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। এনিয়ে রাজনীতিতে বাকযুদ্ধ চলছে। তাদের সাংগঠনিক শক্তি থাকলে এনিয়ে বাগযুদ্ধে লিপ্ত হতো না।’
এরশাদ বলেন, ‘আমাদের সামনে দুটি ভিশন আছে। একটি প্রাদেশিক সরকার। আরেকটি নির্বাচন পদ্ধতির পরিবর্তন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটা নির্বাচন আজ পর্যন্ত বিতর্কের ঊর্ধ্বে নয়। আমরা এমন নির্বাচন প্রথা আনতে চাই, যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। আর প্রাদেশিক সরকার করতে চাই। প্রাদেশিক সরকারে রাজশাহী হবে একটা প্রদেশ। এর নাম হবে ‘বরেন্দ্র প্রদেশ’।
এজন্য নেতাকর্মীদের মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘খুন, গুম নিয়ে এখন সবাই শঙ্কিত। কারোই নিরাপত্তা নেই। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে এসব ছিল না। আমার হাতে রক্তের দাগ নেই। মানুষ বিশ্বাস করে, জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের সুদিন ফিরবে। মেয়েরা আর ধর্ষিত হবে না।’