আবার ভেঙেছে চিরকুট

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় ব্যান্ড চিরকুট ভেঙে গেছে আবারও। দলের পুরাতন সদস্যদের প্রায় কেউই আর দলে নেই। ব্যান্ড ভেঙে কেউ কেউ চলে গেছেন একক ক্যারিয়ার গড়তে। তবে এখনও দলের হাল ধরে রেখেছেন ভোকাল শারমিন সুলতানা সুমি।

গতকাল আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করে চিরকুট। শ্রোতাদের ভেতর থেকেই শোনা যাচ্ছিল, ‘কেমন যেন অসহায় শোনাচ্ছে গানগুলো।’ অনেকেই টের পেয়েছেন, এই চিরকুট সেই চিরচেনা চিরকুট নয়। ভোকাল সুমির কণ্ঠ শোনা যাচ্ছে, নেপথ্যে বাজছে যন্ত্রসংগীত। তবে হাতগুলো যেন নতুন।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে চিরকুটের সঙ্গে বাজিয়েছেন যারা, তাদের প্রায় সবাই নতুন, নয়তো অতিথি শিল্পী। ড্রাম বাজিয়েছেন দ্বীপ রায়, ইয়ার হোসেন কিবোর্ড, গিটার শুভ্র, ইলেকট্রিক গিটার দিব্য নাসের, বেজ ইশমাম, ম্যান্ডেলিন প্রান্ত। কিন্তু পুরাতন সদস্যরা কোথায়? তারা কি আছেন নাকি দল ছেড়ে গেছেন? গতকাল শনিবার মঞ্চের পেছনে দলনেতা সুমির কাছে বিষয়টি জানতে চাইলে কোনো জবাব দেননি এই শিল্পী।

অনুসন্ধানে জানা গেছে, নিরবে দল ছেড়েছেন অনেকেই। ব্যান্ডসংগীতের আভ্যন্তরীন একটি সূত্র নিশ্চিত করেছে যে, চিরকুট ছেড়ে দিয়েছেন সদস্যদের অনেকে। কারণ জানতে চাইলে তিনি বলেন, যে যার ক্যারিয়ার গড়তে দল থেকে বেরিয়ে গেছেন। এককভাবে কাজ করলে তারা বরং বেশি লাভবান হন। এ কারণে দলের সঙ্গে কাজ চালিয়ে নেওয়া কঠিন হচ্ছিল তাদের।

কেন বারবার ভাঙছে দলটি? জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে চিরকুটের সাবেক এক সদস্য বলেন, ‘আমরাই খারাপ। এ কারণে দলে থাকতে পারিনি। আমরা নিজেরা লোভে পড়ে ব্যান্ডের ক্ষতি করেছি। বলা যায়, ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আমাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দল ভাঙার প্রধান কারণ।’

ব্যান্ড ভাঙা নতুন কোনো ঘটনা নয়। এক ব্যান্ডের সদস্য অন্য ব্যান্ডে চলে যাওয়া বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে এক পুরাতন ঘটনা। তবে চিরকুট ভেঙেছে কয়েকবার। দলের সদস্য পিন্টু ঘোষের বিদায়ের মাধ্যমে শুরু হয় সেই যাত্রা। তারপর ইমন চৌধুরীর বিদায় ছিল চিরকুটের জন্য হতাশাজনক এক ঘটনা। এরপর একে একে দিদার ও নিরবের বিদায় চিরকুটকে রীতিমতো নিঃসঙ্গ করে ফেলে। জানা গেছে, গত মাসে লন্ডন চলে গেছেন ড্রামার পাভেল অরিন। তিনি কবে ফিরবেন এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে এই ভাঙাগড়ার মধ্যেও দল নিয়ে এগিয়ে যাচ্ছেন সুমি। শিগগিরই অবমুক্ত হচ্ছে দলটির নতুন গান।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনাকর সেমিতে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নৌবাহিনী
পরবর্তী নিবন্ধনারী অনুরাগীর মৃত্যুতে বিক্ষোভ, আল্লুর বাড়িতে হামলা