পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যবসায়িক ব্যর্থতা সত্ত্বেও ঢাকার বাজার থেকে চোখ সরছে না কলকাতার নির্মাতাদের। সাফটা চুক্তিকে পুঁজি করে আবারও ঢাকায় আসছে কলকাতার ছবি।
‘তোমাকে চাই’ শিরোনামের কলকাতার একটি ছবি আগামী ১৭ মার্চ মুক্তি পাবে ঢাকার প্রেক্ষাগৃহে।
বাংলাদেশে ছবিটি আমদানি করেছে তিতাস কথাচিত্র নামে একটি প্রতিষ্ঠান। এরইমধ্যে ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছে।
মুক্তির জন্য চূড়ান্ত প্রস্তুতিও গ্রহণ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। ৪০টি হলও চূড়ান্ত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম।
গত ১ ফেব্রুয়ারি ছবিটি কলকাতায় মুক্তি পায়। রাজীব কুমারের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস। জানা গেছে, কলকাতায় ছবিটি ফ্লপ করেছে।
এরইমধ্যে বাংলাদেশে এ ছবির পাইরেটেড সিডিও বাজারে পাওয়া যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সাফটা চুক্তির শর্ত অনুযায়ী এ ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস ও ববি অভিনীত ছবি ‘রাজাবাবু’। যদিও ছবিটি এক বছরের পুরনো।
জানা গেছে. কলকাতা থেকে নতুন ছবি আমদানি করা হলেও সেখানকার প্রতিনিধিরা বাংলাদেশ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি আমদানি করতে চান না। নামমাত্র পুরনো ছবি নিয়েই সাফটা চুক্তির শর্ত পূরণ করে থাকেন তারা। যৌথ প্রযোজনার বাইরে ইচ্ছে থাকা সত্ত্বেও ঢাকার প্রযোজকরা তাদের নিজেদের নতুন ছবি কলকাতায় প্রদর্শন করতে পারেন না।