একটা ছোট্ট বিদ্যালয়। এমনই তার বৈশিষ্ট্য যে দুনিয়া জুড়ে আলোচিত হচ্ছে। কারণ বিদ্যালয়টি তৈরি হয়েছে আবর্জনা দিয়ে। নাক সিঁটকাবেন না। দেখলে সত্যি চমকে যাবেন। আবর্জনা বলতে নারকেল ছিবড়ে আর প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল। এসব দিয়েই মনের মতো সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি৷ নাম কোকোনাট স্কুল।
বিশ্ব জুড়ে চর্চিত হচ্ছে কম্বোডিয়ার এই কোকোনাট স্কুল বা নারকেল বিদ্যালয়। দেশটির রাজধানী নমপেনের কাছে কো-ডাচ দ্বীপে আছে অভিনব ‘কোকোনাট স্কুল’। এখানে প্লাস্টিকের বোতল সুন্দর করে কেটে, নানা রঙে স্প্রে করে, কাম্বোডিয়ার জাতীয় পতাকার একটি দেয়ালচিত্র তৈরি করা হয়েছে।
স্কুলের মেঝেতে ফুলের নকশা করা হয়েছে ফেলে দেওয়া খালি বিয়ারের বোতল ও সেই বোতলের ক্যাপ দিয়ে। জানা গিয়েছে, ছাত্রছাত্রীরা আবর্জনা পুনর্ব্যবহারযোগ্য করার প্রশিক্ষণ পায়। সেই শিক্ষা দিয়েই ক্ষুদে পড়ুয়ারা আবর্জনা কমিয়ে পরিবেশ বাঁচাতে শেখে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়ারা তাদের শিল্পবোধ ও সৃজনীশক্তির সাহায্যে বিদ্যালয়কে সাজিয়েছে। স্কুলের প্রতীক প্লাস্টিকের চামচ আর বোতলের ছিপি দিয়ে তৈরি করা হয়েছে।
স্কুল চালানোর অন্যতম উদ্যোক্তা ভ্যান্ডে জানিয়েছেন, তিনি বন্ধুবান্ধব, কলেজের ছাত্রছাত্রী ও আরও অনেকের দানের উপর নির্ভর করেন। এছাড়া নমপেনের কিছু কিছু ক্যাফে তাদের ব্যবহৃত প্লাস্টিকের কাপ-চামচ দেয়। এসব দিয়েই তৈরি হয়েছে কোকোনাট স্কুলের ছাদের একাংশ।
কোকোনাট স্কুলে আবর্জনার ফেলে দেওয়ার কোনও উপায় নেই। পড়ুয়া থেকে শিক্ষক, সকলেরই চোখ কোন জিনিসটা দিয়ে কী তৈরি করা যায়, সেই দিকে। শুধুমাত্র প্লাস্টিক বোতলের টুকরো দিয়ে সাজানো হয়েছে স্কুলের শ্রেণিকক্ষ।
কাম্বোডিয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব করে তোলার জন্য তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা প্রয়োজন, বিশ্বাস ভ্যান্ডের। ছোটদের নানা ধরনের টেকসই কাজকর্মে সংশ্লিষ্ট করতে হবে, যাতে তারা তার ফলশ্রুতি দেখতে পারে, উপলব্ধি করতে পারে যে, পরিবর্তন আনায় তাদেরও অবদান রয়েছে।