আবরারের মৃত্যু : চার দফা দাবিতে রেসিডেনসিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর প্রতিবাদে চার দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে কলেজের সামনে আবরারের সহপাঠী ও অভিভাবকরা মানববন্ধন করছেন। এ মানববন্ধন থেকে তারা চার দফা দাবি তুলে ধরেছেন।

তাদের চার দফা দাবিগুলো হলো- ঘটনা চলাকালীন সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের হাতে দিতে হবে, অনুষ্ঠানের অব্যবস্থাপনার দায় স্বীকার করে কিশোর আলো কর্তৃপক্ষকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন ছাত্রদের হাতে দিতে হবে এবং শুধু দুর্ঘটনা নয় তাদের গাফিলতি, মিস ম্যানেজমেন্ট এবং উদাসীনতা উল্লেখ করে পত্রিকায় স্টেটমেন্ট দিতে হবে।

গতকাল শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে কিশোরদের মাসিক পত্রিকা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছিল আবরার।

সেখানে বিকালে অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

পরে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দুজন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন।

এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

রাতেই রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে জানাজা শেষে আবরারের লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুরে নিয়ে যাওয়া হয়।

আবরারের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। মৃত্যুর অনেকক্ষণ পরও ঘটনা চেপে রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়ায় আয়োজক ও কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। অধ্যক্ষ জানান, কলেজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে কমেছ না
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পুর্ব শত্রুতায় হামলা থানায় অভিযোগ করতে এসে মুক্তিযোদ্ধা গ্রেফতার