আবরারকে হত্যা করা হয়েছে : বুয়েট ভিসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুকে অবশেষে হত্যা বলে স্বীকার করলেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মঙ্গলবার রাত পৌনে ১১টায় তার কার্যালয় থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের জবাবে এ কথা স্বীকার করেন। তিনি বলেন, আবরারকে হত্যা করা হয়েছে। এজন্যই প্রশাসন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি সকালেই মেনে নিয়েছি। এখন এগুলো বাস্তবায়নের কাজ চলছে। শিক্ষার্থীদের উচিত আন্দোলন থেকে সরে আসা। তিনি ছুটি শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

 

পূর্ববর্তী নিবন্ধআবরার হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবীকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিকেলে