স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চলছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০। এই টুর্নামেন্টে খেলতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। জোহানেসবার্গে বন্দুক ঠেকিয়ে তার থেকে মোবাইলসহ ব্যক্তিগত জিনিসপত্র ও ব্যাগ ছিনতাই করা হয়েছে।
পার্ল রয়্যালস দল ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ছিনতাইকারীরা একটি বন্দুক নিয়ে স্যান্ডটন সান হোটেলের সামনে থেকে অ্যালেনের কাছে থাকা তার ব্যাগ ও তার ফোনটি জোর করে নিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড জানিয়েছে, অক্ষত অবস্থায় রয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন।
এমন ঘটনায় এসএ২০ খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে এসএ২০ খেলতে যাওয়া খেলোয়াড়দের জড়িত একটি নিরাপত্তা শঙ্কা নিয়ে ঘটা দ্বিতীয় ঘটনা।
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘ঘটনার পর জোহানেসবার্গে থাকা আমাদের হেড কোচ আন্দ্রে কোলে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার ওবেদ ম্যাকাইয়ের সঙ্গে তার কথা হয়েছে। তিনি ঠিক আছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও অ্যালেনের দল পার্ল রয়েল বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে।’