আফগানিস্তান শিবিরে প্রথম আঘাত তাইজুলের

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করছে আফগানিস্তান। তবে শুরুটা শুভ হলো না আফগানদের। দলীয় স্কোরবোর্ডে ১৯ রান উঠতেই ফিরে গেলেন ওপেনার ইহসানউল্লাহ। তাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন রশিদ খান। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই টস ভাগ্যকে পাশে পান তিনি। এতে ক্রিকেটের অভিজাত সংস্করণে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন স্পিন জাদুকর। স্বভাবতই প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।

এই টেস্টে কোনো পেসার না নিয়েই মাঠে নেমেছেন টাইগাররা। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ ফাস্ট বোলার। কাজ চালানোর পেসার আছেন কেবল সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ ও জহির খান।

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতা হত্যার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার