পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। এসব হামলায় নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পাঁচজন কর্মকর্তাও রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে এএফপি জানিয়েছে, পাঁচ কূটনীতিক নিহতের ঘটনায় প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে তিন দিনের শোক পালনের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার রাজধানী কাবুলে আফগানিস্তানের জাতীয় পার্লামেন্ট চত্বরে, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ এবং কান্দাহার প্রদেশে গভর্নরের প্রাসাদে হামলার ঘটনা ঘটে।
তবে তালেবানরা আফগান পার্লামেন্ট চত্বরে জোড়া হামলার দায় স্বীকার করলেও কান্দাহারে হামলায় জড়িত নয় বলে দাবি করেছে।
এএফপি জানিয়েছে, মঙ্গলবার বিকালে কান্দাহার প্রদেশে গভর্নরের প্রাসাদের অতিথিশালায় সোফায় লুকানো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমিরাতের পাঁচ কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন।
বিস্ফোরণে অতিথিশালায় আগুন ধরে গেলে সেখানে উপস্থিত অনেকেই দগ্ধ হন। তবে আগুনের শিখায় আহত হন আমিরাতের রাষ্ট্রদূত জুমা মুহাম্মদ আবদুল্লঅহ আল কাব্বি এবং কান্দাহারের গভর্নর হুমায়ুন আজিজি। তারা ঘটনাস্থল থেকে সরে পড়তে সক্ষম হন।
আমিরাতের নিহত পাঁচ কর্মকর্তারা হলেন মুহাম্মদ আলি জয়নাল আল বাসতাকি, আবদুল্লাহ মুহাম্মদ ইসা ওবাইদ আল কাবি, আহমেদ রশিদ সালিম আলি আল মাজুরি, আহমেদ আবদুল রহমান আহমেদ আল তুনাজি এবং আবদুল হামিদ সুলতান আবদুল্লাহ ইব্রাহিম আল হাম্মাদি।
নিহতরা আফগানিস্তানের আমিরাতের অর্থায়নে ত্রাণ, শিক্ষা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করতেন।
এর আগে কাবুলের পার্লামেন্ট ভবনের প্রবেশপথে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি মিনিবাসের পাশে বিস্ফোরণ ঘটান একজন আত্মঘাতী হামলাকারী। এ সময় উদ্ধারকর্মীরা এগিয়ে এলে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ জোড়া হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা জানিয়েছেন আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ।
এদিকে মঙ্গলবার সকালে অস্থিতিশীল হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে একজন তালেবান সদস্য আত্মঘাতী বোমা হামলা করে। এতে সাতজন নিহত হন।