আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা বিস্ফোরণে নিহত ৬

পপুলার২৪নিউজ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয় জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

আফগান পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশদ্বারে এক ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি আফগানিস্তানের অন্যতম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়ে তৎক্ষণাৎ তিনি বোমার বিস্ফোরণ ঘটান। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা আরো জানান, এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। গত কয়েক মাস ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে দেশটির উগ্র তালেবান গোষ্ঠী।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার মধ্যেই আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে তালেবান।

পূর্ববর্তী নিবন্ধআইসিইউতে পারভেজ মোশাররফ
পরবর্তী নিবন্ধবরকে ফেলে পুরোহিতের সঙ্গে পালালেন তরুণী