আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৬৮

পপুলার২৪নিউজ ডেস্ক :

আফগানিস্তানের নাঙ্গারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জন হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৬৫ জন। খবর রয়টার্স।

মঙ্গলবার স্থানীয় এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভের সময় ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।

প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বুধবার নতুন করে এক বিবৃতিতে বলেছেন, নিহত বেড়ে ৬৮ জন হয়েছে। যদিও প্রাথমিকভাবে তিনি ৩২ জন নিহতের কথা বলেন। তবে স্থানীয় প্রভিনশিয়াল কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি ওই সময় ৪৫ জন নিহতের কথা বলেন।

আফগানিস্তানে গত কয়েক মাসের মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, জাতীয় নির্বাচন উপলক্ষে লোকজনের জমায়েতে এ ধরনের হামলা আরও হতে পারে। আসছে অক্টোবর মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৫ সাল থেকে নাঙ্গারহার প্রদেশ ইসলামিক স্টেট তথা আইএসের অন্যতম ঘাঁটি হিসেবে আবির্ভূত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনানা সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারের ভিত্তি মজবুত হয়েছে : খায়রুল হোসেন
পরবর্তী নিবন্ধসরকারি হলো আরও ১৪ কলেজ