আফগানদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাঠাবে বাংলাদেশ: নান্নু

পপুলার২৪নিউজ ডেস্ক:

জুনের প্রথম সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে কোন ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা, সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কয়েকদিন আগে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন, আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়েই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আফগানদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের ঝড়, বাংলাদেশ কেমন দল পাঠাবে আফগানদের বিপক্ষে খেলার জন্য! কেউ কেউ তো এমনও বলতে শুরু বলতে শুরু করে দিয়েছেন, ‘আফগানদের বিপক্ষে খেলার জন্য দ্বিতীয় সারির দল ভারতে পাঠাতে পারে বাংলাদেশ।’

এমন জোর গুঞ্জনে যখন ফেসবুক তোলপাড়, তখন ক্রিকেট ভক্তদের জন্য নিশ্চিত সংবাদ, ‘পূর্ণ শক্তির দলই আফগানদের বিপক্ষে খেলার জন্য ভারতে পাঠানো হবে।’ নিশ্চিত সংবাদটা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে আফগানরা। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ জিততে পারলে হয়তো র্যাংকিংয়ে কিছুটা উন্নতি ঘটবে বাংলাদেশের।

আজ (রোববার) মিরপুরে সাংবাদিদের মুখোমুখি হওয়ার পর প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন, আফগানদের বিপক্ষে কেমন দল গঠন করা হবে? কিংবা আফগানদের বিপক্ষে নতুন মুখ দেখা যাবে কি না বাংলাদেশ দলে?

জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমাদের কাছে যেটা আপডেট আছে, লম্বা কারও চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড়দের পেয়ে যাবো। সুতরাং, আমাদের মেইন টিমকেই খেলানোর কথা ভাবছি।’

প্রধান নির্বাচকের এই কথাতেই পরিস্কার, পূর্ণ শক্তির দলই আফগানিস্তানের বিপক্ষে খেলানোর চিন্তা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন শুধুমাত্র ইনজুরিতে রয়েছেন মুশফিকুর রহীম আর নাসির হোসেন। এ দু’জনের চোটও খুব বেশিদিন স্থায়ী হবে না। প্রধান নির্বাচকের আশা, ক্যাম্প শুরু হওয়ার আগেই পুরো দলকে পেয়ে যাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না: স্বামীকে স্ত্রী
পরবর্তী নিবন্ধআমরা খালি মাঠে গোল দিতে চাই না: নাসিম