পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তাদের মেধার মাধ্যমে বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনার আহ্বান জানিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভিসি অধ্যাপক অমিত চাকমা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।
অমিত চাকমা বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক খুশি। আমাকে সুযোগ করে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আন্তরিক ধন্যবাদ।’
তিনি বাংলায় সবাইকে শুভেচ্ছা জানান। এরপর কিছুক্ষণ ইংরেজিতেও কথা বলেন।
অমিত চাকমা গ্র্যাজুয়েটদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার জন্যও অনুপ্রাণিত করেন।
অমিত চাকমা ১৯৫৯ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন হিসেবে নিজেকে বেছে নেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলায় ধন্যবাদ দিয়ে বক্তৃতা শেষ করেন বিশ্বব্যাপী খ্যাতিমান এই রাসায়নিক প্রকৌশলী।
সমাবর্তন তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে ৫০তম সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এবারের সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদকের জন্য ৮০ জন পদকপ্রাপ্ত, ৬১ জন পিএইচডি ডিগ্রিধারী, ৪৩ জন এমফিল ডিগ্রিধারী এবং ১৭ হাজার ৮৭৫ গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।