আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোবেন

পপুলার২৪নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেদারল্যান্ডস উইঙ্গার আরিয়েন রোবেন। মঙ্গলবার তার দল ২-০ গোলের ব্যবধানে সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলেও রাশিয়া বিশ্বকাপের টিকিট পায়নি।

তাই এক তিক্ত অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন অরেঞ্জদের অধিনায়ক।

তবে বিদায়ের ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন রোবেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ২ গোলের দুটিই করেন ৩৩ বছর বয়সী রোবেন।

আরিয়েন রোবেন ২০১০ সালের বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন। তার দক্ষতায় দল উঠেছিল ফাইনালে। তবে শিরোপা জেতা হয়নি। রানার্সআপ হয়েছিল ডাচরা। ২০১৪ সালে তৃতীয় স্থান অর্জন করে নেদারল্যান্ডস।

এরপর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে একের পর এক শিরোপা জয়ে রেখেছেন অবদান। বায়ার্নের প্রাণভ্রমরা বলা হয় তাকে।

সুইসদের বিপক্ষে যখন মাঠে নামেন, তখন সমীকরণটি  ছিল এমন- শুধু জিতলেই হবে না ব্যবধান থাকতে হবে ৭-০ গোলের। তবেই প্লে-অফ খেলার টিকিট পাবে রোবেনের দল।

কিন্তু ৭ গোলের দেখা পায়নি ডাচরা। ২-০ গোলের ব্যবধানের জয়টা তাদের জন্য যথেষ্ট ছিল না।

রোবেন ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে খেলেন। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৬ ম্যাচে ৩৭ গোল করেন রোবেন। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই ইনজুরিতে ভোগেন তিনি।

অবসর ঘোষণার পর ক্লাবে খেলার প্রতি মনোযোগ দেয়ার কথা বলেন রোবেন।

তিনি বলেন, এখন আমার বয়স ৩৩।  আমি ইউরোপের সেরা ক্লাবে খেলছি। এবং সেখানেই মনোযোগ দিতে চাই। দায়িত্ব ছাড়ার এটিই উপযুক্ত সময়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার ঘোষণা থেকে পিছিয়ে এলেন কাতালান প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের টিকিট পেলেন যারা…