আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডি ভিলিয়ার্স

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের হয়ে আর ক্রিকেট খেলতে দেখা যাবে না এবিডি ভিলিয়ার্সকে। আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভিলিয়ার্স। তবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভিলিয়ার্স বলেন, সত্যি কথা বলতে আমি অনেক ক্লান্ত। আমার মনে হয় এখনই বিদায় নেয়ার সেরা সময়। আমি অনেক সময় ধরে ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ দুইটি সিরিজ জয়ের পর, ফর্মে থেকেই অবসরে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময়।

আমাকে সমর্থন দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ, সতীর্থ এবং ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আফ্রিকান ক্রিকেটের সবচেয় বড় সমর্থক হয়ে থাকব।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্টে ৫০.৬৬ গড়ে ২২ সেঞ্চুরিতে ৮৭৬৫ রান করেন ভিলিয়ার্স।

ওয়ানডে ক্রিকেটের ২২৮ ম্যাচে ৫৩.৫০ গড়ে ২৫ সেঞ্চুরিতে করেন ৯৫৭৭ রান।

আর টি-টোয়েন্টির ক্ষুদ্র ফর্মেটে দেশের হয়ে ৭৮ ম্যাচে ২৬.১২ গড়ে ১০ ফিফটিতে করেন ১৬৭২ রান।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ সেলিম ও মামুন মোল্লা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ শুটিং টিমের ১০ সদস্য আটক