আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বনানীর বাসা থেকে আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়েছে মেয়র আনিসুল হকের মরদেহ; সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
চার মাসে যুক্তরাজ্যে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক, তারপর অধিকাংশ সময় হাসপাতালে আইসিইউতে ছিলেন তিনি। বৃহস্পতিবার তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

আনিসুল হকের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুর ১টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামে। ওই ফ্লাইটেই আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হকও আসেন। বিমানবন্দর থেকে লাশ নেওয়া হয় তার বনানীর বাড়িতে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের নেতারা গিয়ে সেখানে আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানান।

বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আগেই জানায়।

 

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি তরুণের এক পায়ে ব্যাটিং দেখে হতবাক ক্রিকেটবিশ্ব‍!
পরবর্তী নিবন্ধআনিসুল হক একজন একপিস আরেকজন খুঁজে পাওয়া কঠিন:ওবায়দুল কাদের