আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের ইশতেহারে

পপুলার২৪নিউজ প্রতিবেদক : ‘ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয়ে’ ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইশরাক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ১৩ দফায় মোট ১৪৪ টি প্রতিশ্রুতি দিয়ে ইশরাক জানান, নাগরিক সেবা, ও ঢাকার ঐতিহ্য রক্ষা করে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। যাতায়াত স্বাস্থকর পয়োনিষ্কাশন ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা করা হবে। ওয়ার্ডভিত্তিক ব্যায়ামাগার আধুনিক করা হবে। বিশেষ স্থানে কৃষক মার্কেট ও নাইট মার্কেট চালু করা হবে। রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নদী দূষণ রোধ করে নদী পর্যটন চালু করা হবে।

ইশতেহারে তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা, সামাজিক ও মানবিক মূল্যবোধ, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদকমুক্ত, যানজট-দূষনমুক্ত, মশা ও জলাবদ্ধতামুক্ত, ভারসাম্যমূলক ও পরিবেশ সম্মত বিশ্বমানের বাসযোগ্য এক অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে।

বৈষম্য ও বিভেদ দূর করে রাজধানী ঢাকাকে ‘বিশ্বমানের মহানগর’ গড়ার অঙ্গীকার করে ইশরাক বলেন, রাজধানীর উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে। সিনিয়র সিটিজেন সার্ভিস চালু করা হবে। গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হবে।

নির্বাচনি ইশতেহারে রাজধানীর নানা সমস্যা সমাধানের পাশাপাশি নাগরিক সেবার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।

ইশরাক বলেন, ‘আমি মনে করি আদর্শ নগর হচ্ছে সেটিই যেখানে চাইবার আগেই নাগরিকের দরজায় সেবা হাজির হবে। অথচ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে উঠে এসেছে ঢাকা। উন্নয়নের কথা বলা হলেও তার কিছু হচ্ছে না। নানা সমস্যায় এখন জর্জরিত এই শহর। তবে সমস্যার উল্টো পিঠেই থাকে সমাধান। সততা নিয়ে খুঁজলেই তা পাওয়া যায়।’

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, হাবীব-উন নবী খান সোহেল, নবী উল্লাহ নবী, অধ্যাপক ড. এ বিএম ওবায়দুল ইসলাম, আফরোজা আব্বাসসহ বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে টি-টোয়েন্টি শেষে দেশে ফিরলেন টাইগাররা
পরবর্তী নিবন্ধমৌলভীবাজারে অটো-পিকআপ সংঘর্ষে নিহত ২