আত্মসমর্পণ করে জামিন পেলেন পুলিশ সুপার সুভাষ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় সাড়ে ৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (বর্তমানে ওএসডি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরী।
রোববার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন তারা করেন।শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় মামলার প্রতিবেদন দাখিল
না হওয়া পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিনের এ আদেশ দেন। শুনানির সময় এজলাসে ডকের সামনে দাঁড়িয়ে ছিলেন সুভাষ দম্পতি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন শাখার উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি সুভাষ চন্দ্র সাহা পূর্বপুরুষ
থেকে সম্পদশালী। তার আয় জ্ঞাত আয় বহির্ভুত কিনা তা এনবিআরের বিষয়। ২০০৬
সাল থেকে ২০১৭ সালের সকল আয়কর রিটার্ন জমা দেয়া হয়েছে। তিনি পিপিএম সম্মানে ভূষিত হয়েছেন। তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। আপিল বিভাগ এই মর্মে সিদ্ধান্ত প্রদান করেছেন যে, পৃথক আয়কর দাতার ক্ষেত্রে পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি না করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বা সহযোগিতার অভিযোগে দায়ী করা যাবে না।
এমনকি আয়কর বিভাগ বা সরকারের অন্য কোন বিভাগ কর্তৃক যদি পরিমাপ বা হিসাব গৃহীত হয় তবে সরকারের অন্য কোন বিভাগ থেকে এ বিষয়ে প্রশ্ন তোলা যাবে না।
সুতরাং আপিল বিভাগের সিদ্ধান্তের আলোকে আসামিদের বিরুদ্ধে দুদকের দায়ের করা কর্তৃত্ব বহির্ভূত।
অপরদিকে দুদকের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করে বলেন, আসামি সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর আয়কর নথি পর্যালোচনায় দেখা গেছে, তাদের যৌথ নামে মোট ১৯টি এফডিআর হিসাবে জমাকৃত সুদসহ মোট ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকা স্থিতি পাওয়া যায়।
তাদের যৌথনামীয় ওই পরিমাণ এফডিআর এর মধ্যে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত অর্জিত
এফডিআরসমূহের স্থিতি ও তা অর্জনের উৎসের বিষয়টি ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর রিটার্নে উল্লেখ করেননি। অর্থাৎ তিনি পুলিশ বিভাগে চাকরিকালে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ওই অর্থ অর্জন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন।
দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল। আসামি পক্ষে আইনজীবী
ছিলেন মো. শাহরিয়ার কবির, প্রদীপ রঞ্জন দেবনাথ, এএসএম সাজ্জাদ হায়দার, মো.
আহসান উল্লাহ ও সেলিম সরদার।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ২৪ অক্টোবর রাজধানীর বংশাল থানায় পুলিশ সুপার
সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে দুদক।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি সুভাষ চন্দ্র সাহা পুলিশ বিভাগে চাকরিকালীন
বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করেছেন।
ওই অর্থ অপরাধ থেকে অর্জিত জানা সত্ত্বেও তিনি নিজ ও স্ত্রী রীনা চৌধুরীর নামে ওয়াব ব্যাংক লিমিটেডের বংশাল শাখা, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা ও যশোর শাখা, যশোরের
এফডিআর হিসাবে জমা করে ভোগ দখলে রেখেছেন।
আসামি রীনা চৌধুরী তার স্বামী সুভাষ চন্দ্র সাহার সম্পৃক্ত অপরাধ থেকে অর্জিত অর্থ জেনেও স্বামীর সঙ্গে যৌথনামে এফডিআর হিসাবে জমা রেখেছেন এবং তা গোপন করে অপরাধ
সংঘঠনে সহায়তা করেছেন।
দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তিনিই বর্তমানে মামলাটি তদন্ত করছেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিহতের স্বজনদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিনিশার আত্মহত্যার নেপথ্যের কারণ জানতে চায় নেপাল