আত্মসমর্পণ করে জামিন চাইলেন বুলু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩৭টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩৭টি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।

তিনি বলেন, মহানগর হাকিমের অন্তত ৭টি কোর্টে আজ এই মামলাগুলোর শুনানির কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির ঘোষিত হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বুলুর বিরুদ্ধে এসব মামলা করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার জন্য রাজপরিবার ছাড়ছেন জাপানি রাজকন্যা
পরবর্তী নিবন্ধমাশরাফি–তাসকিন-নাসিরদের দুষ্টমির ভিডিও ভাইরাল