আটকাপড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

বুধবার রাত পৌনে একটায় ঢাকা সড়ক পথে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছার পর অভিযানের পরিকল্পনায় বসেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঘটনাস্থল অ্যাসেসমেন্ট শুরু করেছেন তারা। অ্যাসেসমেন্ট ও পরিকল্পনা ঠিক হওয়ার পরই অভিযান চালানো হয়।

ডিআইজি জানান, জঙ্গি আস্তানায় আটকা পড়া মানুষদের নিরাপদে উদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ দোতলা বাড়িটিতে আটকা পড়া তিনটি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। আটকা পড়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে তারা তিন ব্যক্তি দরজা-জানালা বন্ধ করতে দেখেছেন।

পুলিশ জানিয়েছে, দোতলা বাড়িটিতে তিনটি ফ্ল্যাটে তিন পরিবারের অন্তত ২০ জন মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আটকা পড়াদের জঙ্গিরা জিম্মি করেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অভিযানে নারীসহ ৪ জঙ্গি নিহত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে ২১ জিম্মি উদ্ধার