আজ সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আজ ২৭ সেপ্টেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের এই খ্যাতিমান লেখক ২০১৬ সালের এই দিনে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ উপলক্ষে শিল্পকলা একাডেমিসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করছে। এ ছাড়া বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি কবির স্মরণে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।

সৈয়দ হক একাধারে লিখে গেছেন- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, চলচ্চিত্র, গান, অনুবাদ, প্রবন্ধ ইত্যাদি। এ জন্য তিনি কবি থেকে লেখক, আর লেখক থেকে হয়ে গেছেন ‘সব্যসাচী লেখক’। তার লেখকজীবন ছিল ৬২ বছরের।

১৯৫১ সালে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ নামে একটি ম্যাগাজিনে তার প্রথম গল্প প্রকাশিত হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয় ১৯৫৬ সালে।

১৯৬৬ সালে তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।
তিনি ১৯৫৯ সালে মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। এরপর তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হীরে, পুরস্কার, ক খ গ ঘ ঙ, বড় ভালো লোক ছিলসহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন।

‘বড় ভালো লোক ছিল’ ও ‘পুরস্কার’- এ দুই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার পাশাপাশি তিনি চলচ্চিত্রের জন্য গানও রচনা করেছেন। এখানেও তিনি সফল হয়েছেন এবং পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাংলামোটরে বাসচাপায় রিকশা চালক নিহত, গাড়িতে আগুন