পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে দলটির ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানায়, আবাসিকে ১ মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য হবে ৭৫০ টাকা এবং জুন থেকে সেটি হবে ৯০০ টাকা। এছাড়া ১ মার্চ থেকে দুই বার্নারের চুলার মূল্য হবে ৮০০ টাকা এবং ১ জুন থেকে সেটি ৯৫০ টাকা হবে।