আজ লেবাননের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড টু’র হোম ম্যাচে সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। কিংস এ্যারিনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌঁনে ছয়টায়। এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্টের দিকে নজর বাংলাদেশের। এদিকে, শক্তিমত্তায় এগিয়ে থাকলেও কাবরেরার দলকে হালকাভাবে নিতে নারাজ লেবানন কোচ।

মালদ্বীপকে হারানোর পর অস্ট্রেলিয়ার কাছে এ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানের হারটা কষ্ট দিয়েছে সমর্থকদের। এবার হোম ম্যাচে পিছিয়ে থাকা লাল সবুজের প্রতিপক্ষ লেবানন। শক্তিশালী প্রতিপক্ষ হলেও দলের প্রতি বিশ্বাস রাখার আহবান জামালের।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে আমাদের। এখনও পাঁচটা ম্যাচ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পজিশন। দেশের মানুষের এবং সমর্থকদের পাশে চাই। আমি জানি, এ ধরনের ম্যাচ কঠিন কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে; তা না হলে সেটা দলের জন্য কঠিন হয়ে উঠবে। নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের, বিশ্বাস করি এই গ্রুপে কিছু একটা করতে পারব আমরা। আমার নিজের বিশ্বাস আছে, এই দলটিই গত ছয়-সাত মাস ভালো পারফর্ম করেছে, ভবিষ্যতেও এরা ভালো করবে।’

এদিকে রাকিব সাদউদ্দিনের মতো গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ম্যাচে না থাকা বাংলাদেশের জন্য বড় ক্ষতির। তবে, টার্গেট অনুযায়ী লেবনন ম্যাচে পয়েন্ট হারাতে চান না কাবরেরা।

বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচ হারলেও, সে ম্যাচ থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি, সেটাই এ ম্যাচে কাজে লাগাবো। রাকিব দারুণ ছন্দে ছিল। ওরা দুজনই শারীরিকভাবে বেশ শক্তিশালী। তবে আমি নিশ্চিত যে, তাদের পরিবর্তে ঐ পজিশনে যারা সুযোগ পাবে, তাদেরও সেরাটা দেয়ার সামর্থ্য আছে। ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। আমরা জানি, লেবাননের বিপক্ষে আমরা লড়াই করতে পারি। ৩ পয়েন্টের জন্য ছেলেদের হাড্ডাহাড্ডি লড়াই করার ব্যাপারে আমি আশাবাদী।’

কাগজে কলমে বাংলাদেশ থেকে এগিয়ে লেবানন। তিন বারের দেখায় দুই জয় আছে সফররতদের দখলে। তবে, জয় পাওয়াটা লক্ষ্য হলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না ক্রোয়েশিয়ান এই কোচ।

লেবাননের কোচ নিকোলা ইউরচেভিচ বলেন, ‘র‍্যাঙ্কিং, সমীকরণে আমরা এগিয়ে থাকলেও ওটা কোনো ব্যাপার নয়। মাঠের লড়াইটাই আসল। মনে রাখতে হবে, বাংলাদেশ নিজেদের মাটিতে খেলছে। দেশে তারা ভালো খেলে। তাই ম্যাচটা সহজ হবে না, জয় পাওয়াটাও কঠিন হবে। আর ফুটবলে কি ঘটবে আগে থেকে বলা যায় না। কিন্তু হ্যা, আমরা ম্যাচটা জিততে চাই।’

রাউন্ড টু’তে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশুন্য ড্র করেছিলো লেবানন।

পূর্ববর্তী নিবন্ধবায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা অবস্থান ষষ্ঠ
পরবর্তী নিবন্ধশেষ দিনে চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি