আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষায় এবার সাড়ে ১৩ লাখ পরীক্ষার্থী

  1. নিজস্ব প্রতিবেদক
    এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (১ এপ্রিল)। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। এ বছর পরীক্ষায় বসছেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৪০ হাজার ৪৮ জন পরীক্ষার্থী বেড়েছে বলে জানা গেছে।
    এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন, বাকি ছয় লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭। মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী ৮৮ হাজার ৪৫১, কারিগরি বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৪ এবং ডিআইবিএস পরীক্ষার্থী ৪৩ জন।
পূর্ববর্তী নিবন্ধউপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পরবর্তী নিবন্ধখালেদার সর্বোত্তম চিকিৎসা দাবি ফখরুলের