আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণী শিল্পী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার ১২তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণী শিল্পী। চলচ্চিত্রে সারাহ বেগম কবরী, সংগীতে সৈয়দ আব্দুল হাদী এবং মঞ্চে সৈয়দ জামিল আহমেদকে দেওয়া হবে এই সম্মাননা। বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব পরিচালক রাফি হোসেন। আগামী ২৫ অক্টোবর বসবে এই আসর।

দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রিটিং লাইফ’ বা জীবনের জয়গান–এর এবারের ভাবনা বাংলাদেশের লোক ঐতিহ্য। এ বিষয়ের ওপর ভিত্তি করেই গীতিকবিতা, আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেওয়া হয়েছে।এ আসরে পুরস্কৃত করা হবে প্রতিযোগিতার বিজয়ীদের । ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যা ছয়টায় বসবে পুরস্কার বিতরণী আসর।

এদিকে আজীবন সম্মাননা পেয়ে কৃতজ্ঞতাবোধ কাজ করছে বলে জানালেন কবরী। এই অভিনয়শিল্পী বলেন, ‘আজীবন সম্মাননাপ্রাপ্তির কথা শুনলেই মনে হয়, কিছুই তো করিনি। কত কিছু যে করার আছে।’

কবরী বলেন, ‘মানুষের যত বয়স বাড়ে, ততই সে অনেক কিছু জানতে পারে। আজীবন সম্মাননা তো অনেক বড় অর্জন—কিন্তু মনে হয় লক্ষ্যে তো পৌঁছাতে পারিনি। কী এমন বয়স হয়েছে। আজীবন সম্মাননা পেলে মনে হয়, জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। আমাকে আরও পড়তে হবে, শিখতে হবে, বিশ্বভ্রমণ করতে হবে, দেশের মানুষের কথা বলতে হবে, আমার সংস্কৃতির কথা, অভিনয়ের কথা, সংগীতের কথা বলতে হবে। কিন্তু কখন করব?’

প্রসঙ্গত,জীবনের জয়গান হলো সংগীত, আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতা। ২০০৮ সাল থেকে এই আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অধিকাংশ অবৈধ পরিবহন সড়কে,নির্বিকার ট্রাফিক বিভাগ
পরবর্তী নিবন্ধরানুকে ৫৫ লাখ রুপির বাড়ি উপহার দিলেন সালমান