কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদেরকে ক্ষমতায় বসাবে। এ রকম কমিশনই তাদের পছন্দ আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না বিএনপি। কিন্তু তারা নাম দিক বা না দিক আইন অনুযায়ী সঠিক সময়ে তা গঠিত হয়ে যাবে।
শনিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি কখনো গণতন্ত্রের কোনো পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে আলাপ-আলোচনার ভিত্তিতে কমিশন গঠন করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বক্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, বিএনপি মনে করে সেই নির্বাচনই গ্রহণযোগ্য যেটাতে তারা ক্ষমতায় বসতে পারে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে হানিফ বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না। কিন্তু এখন তো বাসায় ঠিকই সুস্থ আছেন। বিএনপি মিথ্যাচার করে সবসময়ই জাতিকে বিভ্রান্ত করে আসছে।