পপুলার২৪নিউজ ডেস্ক:দুর্দান্ত জয়ে বছর শুরু করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। দলের হয়ে একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরো। অন্য গোলটি আত্মঘাতী।
মঙ্গলবার ঘরের মাঠ ইতিহাদে শুরুটা দুর্দান্ত হয় ম্যানসিটির। ম্যাচের ১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। ব্যবধান বাড়তেও সময় লাগেনি সিটিজেনদের। ১৩ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় ওয়াটফোর্ড। এ সময় আগুয়েরোকে লক্ষ্য করে কেভিন ডি ব্রুইনের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়ান ডিফেন্ডার ক্রিস্তিয়ান।
২-০তে এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে ম্যানসিটি। একের পর এক আক্রমণে অতিথিদের ব্যতিব্যস্ত রাখে তারা। তবে গোলের দেখা মিলছিল না। ৬৩ মিনিটে ফের গোলের দেখা পায় স্বাগতিকরা। এ সময় ডি ব্রুইনের ক্রস গোলরক্ষক গোমেস ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো।
এর পর খানিকটা আয়েশি মেজাজে খেলতে থাকে ম্যানসিটি। এর খেসারতও হাতেনাতে গুনতে হয় তাদের। ৮২ মিনিটে গোল খেয়ে বসে লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। ওয়াটফোর্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আন্দ্রে গ্রে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল সিটি। ২২ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। তাদের চেয়ে ১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। মাত্র ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।