নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের অগ্রগতি হতে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, নির্বাচনে আমরা কোনো পেশিশক্তির ওপর নির্ভর করি না। আগামী নির্বাচনে আমরা জনগণের ভোটেই আবারও জয়ী হবো।
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে রোববার (২৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর সাধারণ জনগণ প্রাণ ফিরে পান। সবাই বলতে থাকেন শেখের বেটি এসেছে। আমাদের আর চিন্তা নেই। ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশকে। তিনি সত্যিই বদলে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। আমাদের মাথাপিছু আয় দুই হাজার ৭০০ ডলারের কাছাকাছি। এছাড়া আমরা কোভিড সফলভাবে মোকাবিলা করেছি। কোভিড মোকাবিলায় দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান প্রথম।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি। জগন্নাথের নাম শুনলে আবেগাপ্লুত হয়ে যাই। এই প্রতিষ্ঠান থেকেই আমার রাজনীতির শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিছিল না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হতো না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ হিরু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছেন। বিশ্বের সৎ নেতাদের তিন-চারজনের মধ্যে প্রধানমন্ত্রীর নাম পাওয়া যাবে। বর্তমানে আমাদের দেশকে পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আমরা আজ পদ্মা সেতু পেয়েছি, মেট্রোরেল পেয়েছি, কর্ণফুলী টানেল হচ্ছে। শেখ হাসিনা স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। অন্য যেসব দল আছে তারা স্বপ্নও দেখাতে পারে না। তারা ৩১ বছর ক্ষমতায় থেকেও এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে, তারা বাংলাদেশের কোনো উন্নয়ন করেছেন।
জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার আক্তার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, নজরুল ইসলাম বাবু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবী লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।