আগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

দোস্ত  মোহাম্মদ, চবি  প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের আবেদন আগামীকাল থেকে শুরু।

আগামীকাল( ৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টা থেকে  ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১ঃ৫৯ পর্যন্ত  অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এছাড়া ১ অক্টোবর( মঙ্গলবার)  রাত ১১ঃ৫৯ টা পর্যন্ত ‘রকেট/ শিওর ক্যাশ/ বিকাশ ‘ Mobile Financial Service Operator   এর মাধ্যমে ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেওয়া যাবে।

যে সকল শীক্ষার্থীরা  বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড থেকে ২০১৬ অথবা ২০১৭ সালে মাধ্যমিক এবং ২০১৯ সালে উচ্চমাধ্যমিক  পরীক্ষায় উত্তীর্ণ হয়ছে   অথবা যারা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যারা যোগ্যতা অর্জন করতে পারেনি,  ২০১৯ সালে উচ্চমাধ্যমিক এ মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে যোগ্যতা অর্জন করছে কেবল তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহনের জন্য আবেদন করতে পারবে।

এবার ৪ টি ইউনিট ও  ২ টি উপ-ইউনিট  এর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে।  ভর্তির আবেদন এর জন্য প্রতি ইউনিট এবং উপ- ইউনিট ফি ৫৫০ টাকা।

চারটি ইউনিটের ভর্তির যোগ্যতা

A ইউনিট এর অধীনে থাকছে  বিজ্ঞান অনুষদ,  জীববিজ্ঞান অনুষদ,  ইন্জিনিয়ারিং অনুষদ এবং মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ। শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করতে পারবেন।  আবেদন এর  ন্যূনতম যোগ্যতা  হিসাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ( চতুর্থ বিষয়সহ)  ৭.৫০  ও  উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত B ইউনিটে  উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন।  বিজ্ঞান ও ব্যাবসায় শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য  আবেদন এর ন্যূনতম যোগ্যতা হিসাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ( চতুর্থ বিষয়সহ)  ৭.০০ ও উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিও ৩.২৫ থাকতে হবে।  মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ  শিক্ষার্থীদের জন্য  আবেদন এর ন্যূনতম যোগ্যতা হিসবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৬.৫০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত C ইউনিটে আবেদন এর  ন্যূনতম যোগ্যতা হিসাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ( চতুর্থ বিষয়সহ)  ৭.৫০  ও  উভয় পরীক্ষায় আলাদাভাবে  ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায়  উত্তীর্ণ সব গ্রুপের শিক্ষার্থীরা D ইউনিটে  আবেদন করতে পারবে। D ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ ও উভয় পরীক্ষায় আলাদাভাবে  ন্যূনতম জিপিএ ৩.২৫  থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও ভর্তি সম্পর্কিত সকল তথ্য জানতে নিচের ওয়েবসাইটটিতে ক্লিক করুন (admission.cu.ac.bd)।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনিয়মিতভাবে কমছে চালের দাম, মসলার বাজারেও স্বস্তি