আগামীকাল থেকে আবারও চান্দু স্টেডিয়ামের দায়িত্বে বিসিবি

স্পোর্টস ডেস্ক : গেল মার্চ মাসে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ক্রিকেটের সব কর্যক্রম গুছিয়ে নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিল করেছিল (বিসিবি)। এরপর বগুড়ায় সেই সিদ্ধান্তের উপর ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছিল স্থানীয় সকল ক্রিকেটপ্রেমীরা।

বগুড়ার মানুষ অবশেষে সুখবর পেল স্টেডিয়াম নিয়ে। মাঠটি নতুন করে আগামীকাল থেকে আবারো আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বিসিবি। এই সমস্যার সমাধান করতে আজ (৮ এপ্রিল) মিরপুর শেরে-ই বাংলায় বিসিবি প্রতিনিধিদের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও বগুড়া-৬ আসনের সাংসদ আলোচনায় বসেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আগামীকাল (৯ এপ্রিল) থেকে আবারও শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির অধীনে পরিচালিত হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে। এরপর খেলা কি হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে। তবে আগে আমরা মাঠটা টেক ওভার করতে চাই। আগামীকাল থেকেই সেটা হচ্ছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতিও ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে।’

২০০৬ সালে বগুড়ার এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই বছরই আবার সর্বশেষ ম্যাচ হয়, পরবর্তীতে আর খেলা হয়নি সেখানে। মূলত ফাইভ স্টার হোটেল এবং এয়ারপোর্ট সমস্যার কারণেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে জটিলতা দেখা দেয়। তবে আজ সেসব বিষয়েও পজিটিভ আলোচনা হয়েছে তাতে রাজিও হয়েছে বিসিবি। দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

তিনি বলেন, ‘প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে এখন যে হোটেল আছে তা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণভাবে প্রস্তুত। নতুন যে ধারাগুলো এসেছে সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি। আগে বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হত। খুলনা থেকে বাসে করে দুটো দল বগুড়ায় এসে খেলেছে। আজকাল খেলা এতো পরিমাণে হচ্ছে যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করবো।’

মাহবুব আনাম যোগ করেন, ‘শুধু মাঠ তো না মাঠের অবকাঠামো, ড্রেসিং রুম আছে এগুলো আকরাম দেখছে (বিসিবি ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খান)। অবকাঠামোর মধ্যে ড্রেসিং রুম ছাড়াও অন্যান্য, ইন্ডোর সুবিধা…এগুলো ঠিক করতে পারি যেন আন্তর্জাতিক ম্যাচ আবারও আয়োজন করা যায়। আইসিসির কাছে এ জন্য অনুমোদন নিতে হবে পুনরায়। অবশ্যই সম্ভব (আন্তর্জাতিক ম্যাচ ফেরানো)। ভ্রমণের যে ব্যাপারটা জটিলতা সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা সমাধান করতে পারলে সম্ভব।’

 

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা
পরবর্তী নিবন্ধবিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী