পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে নতুন বাকশাল চালুর মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। নতুন বাকশাল চালু করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে। শেখ হাসিনা টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের টিকে থাকার শর্ত হল বিএনপির নেতাকর্মীদের খুন, গুম, অপহরণ।
রিজভী আরও বলেন, এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তবে সেটি আওয়ামী লীগের নেতৃত্বে নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে।
বিএনপির এ নেতা আওয়ামী লীগকে হুশিয়ার করে দিয়ে বলেন, পতনের সাইরেন বাজার আগে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, প্রতিদিন জনগণের টাকা লুটপাট হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করছে সরকার। আওয়ামী লীগের সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। তাদের লুটপাটের অভিজ্ঞতা আছে। জনগণকে ১০ টাকার চাল খাওয়াবে বলেছে। ১০ টাকার চাল দেয়া হয়েছে। সেই চালে আওয়ামী লীগের নেতাদের পেট মোটা হয়েছে। এখন বন্যায় জনগণকে চাল দিতে পারছে না সরকার। জনগণকে ৬০ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তরিকুল ইসলাম বলেন, বাঁচার জন্য লড়াই করতে হবে। মধ্যমপন্থায় থাকার কোনো সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে। দল শক্তিশালী হলে আন্দোলন সফল হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ড, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সাবেরুল হক সাবু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আলোচনা শেষে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।