আওয়ামী লীগের সঙ্গে ইইউ প্রতিনিধি দল বৈঠকে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে।

দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সাত নেতা। আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে রয়েছেন ছয়জন।

এর আগে প্রতিনিধি দলটি বিএনপির সঙ্গে বৈঠক করেছে। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।

 

পূর্ববর্তী নিবন্ধআগামী ৭ দিন ঢাকার কিছু এলাকায় বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ
পরবর্তী নিবন্ধইবি ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ ছাত্রী বহিষ্কার