আইসিসি রায় দিলে সু চি পালালেও গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক

আইসিসি রায় দিলে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চিসহ দেশটির ২০ নেতা পালিয়েও বাঁচতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সদস্য হোক বা না হোক; বিচারে রোহিঙ্গা ইস্যুতে সু চিসহ ঊর্ধ্বতন ২০ জনের বিরুদ্ধে রায় হলে তা মানতে বাধ্য হবে বিশ্বের সব দেশ। তারা অন্য দেশে গেলেও তাদের গ্রেফতার করতে বাধ্য হবে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আইসিসির রায় হওয়ার পর মিয়ানমার ছাড়াও অনেক দেশের ওপর চাপ সৃষ্টি হবে এ সংকট সমাধানে। তখন মিয়ানমারের শাসকরা বাঁচতে পারবেন না।

অনুষ্ঠানে প্রধামন্ত্রীর উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ড. জমিরসহ অনেকে বক্তৃতা করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন সড়ক আইন : ঢাকায় ৮ ভ্রাম্যমাণ আদালত
পরবর্তী নিবন্ধরাস্তা থেকে তুলে নিয়ে নারী বীমা কর্মীকে গণধর্ষণ