আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে টি২০ বিশ্বকাপ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ডালমিয়ার শহরেই যবনিকা পড়ল জগুদার মস্তিষ্কপ্রসূত চ্যাম্পিয়নস ট্রফির। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসির এই সিদ্ধান্তে হতাশ বিসিসিআই কর্তারা।

জগমোহন ডালমিয়ার হাতে চালু চ্যাম্পিয়নস ট্রফিকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন বিসিসিআই কর্মকর্তারা। অপর দিকে ৫০ ওভারের বদলে ২০ ওভারের ক্রিকেট চালু করতে বারবার প্রস্তাব দিচ্ছিল আইসিসি।

আইসিসি আর বিসিসিআইয়ের এমন দীর্ঘ মুখোমুখি অবস্থানের পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফি পাকাপাকি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার চার দিনের বৈঠক শেষে আইসিসির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

এ সিদ্ধান্তের ফলে ২০২১ সালে ভারতে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। এর পরিবর্তে সেখানে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হবে পূর্বনির্ধারিত সূচি মেনেই। অর্থাৎ ২০২০-২১ সালে পরপর দুই বছর অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। ফের টি২০ বিশ্বকাপ হবে ২০২৪ সালে।

আইসিসি জানিয়েছে, গোটা বিশ্বে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে টি২০-তেই আস্থা রাখছে তারা। ফলে বাড়ানো হচ্ছে টি২০ ম্যাচের সংখ্যা।

২০১৭ সালে ইংল্যান্ডে শেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অক্ষয় হয়ে রইল তাদের সেই জয়।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে বৈদ্যুতিক তারে আগুন
পরবর্তী নিবন্ধএবার ইসলামী ব্যাংক ছাড়ছে ইবনে সিনা