আইসিসির সদস্যপদ হারাতে যাচ্ছে মার্কিন ক্রিকেট সংস্থা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঐক্যমতের ভিত্তিতে বোর্ড পরিচালনা না করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির সদস্যপদ হারাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট সংস্থা।

জুনে আইসিসির কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে ২০১৫ সালে একবার আইসিসি থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন- ইউএসএসিএকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ১২ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার নিষেধাজ্ঞার মুখোমুখি দেশটির ক্রিকেট সংস্থা।

এ ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘ইউএসএসিএ-র পেছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করা হয়েছে। চেষ্টা করা হয়েছে তাদের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। কিন্তু ইউএসএসিএ কোনো সহযোগিতাই করেনি। তারা এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন আইসিসি পূর্ণ কাউন্সিল ক্রিকেট সংস্থাটির বিপক্ষে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

পূর্ববর্তী নিবন্ধ২০০ কোটির দোরগোড়ায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা
পরবর্তী নিবন্ধএবার হিন্দিতে ‘দ্য এক্সপেন্ডেবলস’