আইসিসির অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটলেন বাবর

স্পোর্টস ডেস্ক : আজ ১৫ অক্টোবর বাবর আজমের ২৮তম জন্মদিন। একই দিনে ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’ও। আইসিসির সেই অনুষ্ঠানেই বাবর আজম আজ কাটলেন তার জন্মদিনের কেক।

আগামীকাল ১৬ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগের দিন, আয শনিবার আইসিসি মিডিয়া ইভেন্টে যোগ দিয়েছিলেন ১৬টি দলের অধিনায়ক। এই মিডিয়া ইভেন্টে এসে কেক কেটে বাকি দলের অধিনায়কদের সঙ্গে জন্মদিন উৎযাপন করেন বাবর।

অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক খানিকটা রহস্যই করছিলেন। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মঞ্চে আসতে একটু দেরি করছিলেন, তাই নিয়ে যত রহস্য। একটু পরেই জানা গেল তার দেরি করার কারণ। হাতে একটা কেক আর ছুরি নিয়ে সামনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেটা তুলে দেন বাবরের হাতে।

বাবরের পাশে বসে ছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচার্ড বেরিংটন। তার সাহায্য নেন বাবর, এরপর কাটেন কেকটি।

কেক কাটার সময় খানিকটা ভিন্নতা দেখা গেল। উপমহাদেশ তো বটেই, পশ্চিমা মুল্লুকেও জন্মদিনের কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে টু য়্যু’ গেয়ে উদযাপন করতে দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার এই গান গাওয়ার চল নেই। তাই কেক কাটার সময় বাবরকে হাত তালি দিয়ে অভিবাদন জানান সব অধিনায়ক।

আইসিসির অনুষ্ঠানে এমন নজির নিঃসন্দেহে এই জন্মদিনটাকে পাক অধিনায়কের জীবনে একটু আলাদা করে দিয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার
পরবর্তী নিবন্ধপেশা কখনও নির্দিষ্ট লিঙ্গের মধ্যে আটকে থাকতে পারে না : রাকুল প্রীত সিং