আইপিএলে স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবেন ধোনি-কোহলিরা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেছে। আর এতেই কপাল খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। উদ্ভুত পরিস্থিতিতে আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল, শেষ হবে ১০ নভেম্বর। বিষয়টি জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে যাওয়ার পরই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। সেই সম্ভাবনাই সত্যি হলো।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল সংশ্লিষ্ট ক্রিকেটার-কর্মকর্তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। তবে সেক্ষেত্রে দেশটির বিমান ধরার আগে এবং সংযুক্ত আরব আমিরাতে পা রাখার পরে তাদের করাতে হবে করোনা পরীক্ষা। যদি গন্তব্যে পৌঁছানোর পর কোনো ক্রিকেটার বা কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তবে তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।

করোনার মধ্যে আইপিএল হলেও ক্রিকেটারেরা পরিবার নিয়ে যেতে পারবেন। আরব আমিরাত সরকার জানিয়েছে, ট্যুরিস্টদের জন্য ফের দরজা খুলে দেওয়া হচ্ছে। স্ত্রী, পরিবার তাই ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন। ৫৩ দিনের দীর্ঘ প্রতিযেগিতা বলেই স্ত্রী-পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেবে বোর্ড।

তবে পরিবার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার ফ্র্যাঞ্চাইজিদের উপরই ছাড়বে বোর্ড। দলই ঠিক করবে কোন কোন ক্রিকেটার স্ত্রী, পরিবার নিয়ে যেতে পারবে। টিম হোটেলে কড়া নিয়মকানুন বেঁধে দেওয়া হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে অন্য কোথাও লাঞ্চ বা ডিনারে যাওয়া যাবে না। হোটেলের মধ্যেই তা সারতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা কেড়ে নিল বিজরীর বাবা বরকতউল্লাহকে
পরবর্তী নিবন্ধকীটনাশক হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন