আইন কমিশনের সাবেক সচিব গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক: বাংলাদেশ আইন কমিশনের সাবেক সচিব, আইনজীবী, প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মোল্যার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, সাবেক এসপি মালিক খসরু, পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিএমপি ট্রাফিক ডিসি (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন মাহমুদ, মরহুমের ছেলে আমির খসরু প্রমুখ। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা গোলাম মোস্তফা মোল্যা গত ১১ এপ্রিল ইন্তেকাল করেন।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, গোলাম মোস্তফা মোল্যা একজন পরোপকারী উদার মানুষ ছিলেন। তিনি আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষাপ্রসারে অবদান রেখেছেন। অনেক বেকার জনশক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধট্রিলিয়ন ডলারের বিলে সই ট্রাম্পের
পরবর্তী নিবন্ধঅভয়নগরে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত