আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের দখলে থাকা শেষ এলাকাগুলো উদ্ধারের জন্য চূড়ান্ত ত্রিমুখী অভিযান শুরু করেছে ইরাক।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে এ অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক ঘোষণায় বলা হয়, সিরীয় সীমান্তবর্তী রাওয়া ও কাইম অঞ্চল মুক্ত করার জন্য এ অভিযান শুরু হয়েছে।

ইরাকে জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে এটিই শেষ অভিযান বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার ইরাকের বিমানবাহিনী রাওয়া ও কাইম শহরে বিমান থেকে সতর্কতামূলক লিফলেট ফেলে।

এতে বলা হয়, শহর মুক্ত করার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী আসছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জুনে জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান ঘটে। তারা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কথিত খেলাফতের ঘোষণা দেয়।

তবে গত বছর থেকে দুই দেশেই কোণঠাসা হয়ে পড়ে আইএস। বিশেষ করে নয় মাসের লড়াইয়ের পর এ বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনীগুলো মসুল পুনরুদ্ধার করলে জঙ্গিগোষ্ঠীটি ধসে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের রাজা ভূমিবলের শেষকৃত্য শুরু