পপুলার২৪নিউজ ডেস্ক:
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতে এক হাজার সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
এসব সৈন্য রিজার্ভ ফোর্স হিসেবে সিরিয়া ও ইরাকে আইএসের সঙ্গে যুদ্ধে লিপ্ত মার্কিন সেনাদের সহায়তা করবে।
মার্কিন সশস্ত্র বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
রিজার্ভ সেনা মোতায়েতের ফলে যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা দ্রুত সিদ্ধান্ত কার্যকরের সুযোগগুলো কাজে লাগাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত আগের প্রেসিডেন্ট ওবামা থেকে ভিন্ন। ওবামা চেয়েছিলেন অল্প কিছু আমেরিকান সৈন্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয়দের মাধ্যমেই বিরোধ মোকাবেলা করতে।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ওই সেনাদের প্রয়োজন অনুযায়ী সিরিয়া ও ইরাকে পাঠানো হবে। সিরিয়া ও ইরাকে আইএস-বিরোধী লড়াইয়ে ইতিমধ্যে দেশটির প্রায় ছয় হাজার সেনা উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। তবে কুয়েতে পাঠানো সেনাদের কাজ কি হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
ওই কর্মকর্তারা আরও জানান, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন সমর্থিত আরব ও কুর্দি বিদ্রোহীরা ইতিমধ্যে জঙ্গি সংগঠনটির কথিত রাজধানী রাক্কার বিভিন্ন সংযোগ পথ বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে আইএস-কে সেখান থেকে উচ্ছেদ করতে আরও শক্তিশালী পদক্ষেপ দরকার বলে তারা মনে করেন। ইরাকের মসুল থেকেও আইএসকে বিতাড়িত করা হচ্ছে।
তবে সৈন্য পাঠানোর এই সিদ্ধান্তটি আমেরিকার প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস সমর্থিত কিনা তা যাচাই করা যায়নি।