আঁচিল হলেই ক্যানসার নয়, যা করলে ঝরে পড়ে

পপুলার২৪নিউজ ডেস্ক:
আপনার ঘাড়ে অনেক আঁচিল হয়েছে। বোগলেও দেখা দিয়েছে কয়েকটি আঁচিল। এই আঁচিলগুলো দীর্ঘদিন ধরে ঠিক একই স্থানে রয়েছে, মিশেও যাচ্ছে না। ঘাড়ে ও বোগলে এমন আঁচিল দেখে আপনি চিন্তায় পড়েছেন, ভাবছেন এগুলো কি দেহের জন্য ক্ষতিকর?

বিশেষজ্ঞদের মতে, আঁচিল হলে শরীরের চামড়ার ওপর ফোস্কার মত দেখায়। এটা সাধারণত মানুষের হাতে-পায়ে, ঘাড়ে অথবা শরীরের অন্যান্য স্থানে দেখা দেয় । আঁচিল একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা মানবদেহে সংক্রমনকারী অনেক ধরনের পাপিলোমা ভাইরাসের (এইচ পি ভি) একটি দ্বারা সৃষ্ট হয়।

মানবদেহে ১০ রকমের আঁচিল বা ফুসকুড়ি হতে পারে, এর মধ্যে বেশিরভাগগুলোকেই নিরীহ বলে মনে করা হয়।

আঁচিল এক ধরনের টিউমারের মত গ্রোথ। ত্বকের অংশ বিশেষ শক্ত, মোটা, খসখসে দানার মত বৃদ্ধি পায়। এটি ভাইরাল ওয়ার্টস এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা শরীরে সংক্রমিত হয়।

এছাড়া আঁচিল অনেক সময় প্রি-ক্যান্সারাস রোগে রূপান্তরিত হতে পারে। সঠিক সময়ে এটি নির্মূল করা না হলে ত্বকের ক্যান্সারও হতে পারে।

লেজার/রেডিও সার্জারির মাধ্যমে নির্মূল করা সম্ভব। তবে এগুলো যদি শরীরের চামড়ার ওপর ফোসকার মতো সাধারণ আঁচিল হয় তাহলে এতো ভাবাভাবির কিছু নেই। আপনি চাইলে ঘরোয়া কিছু উপায়ে আঁচিল দূর করতে পারেন। আসুন বিস্তারিত জেনে নিই :

ক্যাস্টর ওয়েল ও বেকিং সোডা : এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন। আঁচিলের ওপরে মিশ্রণটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আপনি চাইলে রাতে মিশ্রণটি লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে পারেন। এতে ভালো কাজ হয়। প্রতিদিন এভাবে মিশ্রণটি ব্যবহার করলে আঁচিল ঝরে পড়বে।

টি ট্রি-অয়েল : টি ট্রি তেল একধরনের এসেনশিয়াল অয়েল, যা ত্বকের জীবাণু ধ্বংস করে, ও সংক্রমণ জাতীয় সমস্যারও সমাধান করে। দ্রুত আঁচিল দূর করতে এই তেল দারুন কাজ করে।

তুলার বলটি পানিতে ভিজিয়ে নিন এরপর কয়েক ফোটা টি ট্রি তেল নিন। তারপর তুলো দিয়েই আঁচিলের ওপরে লাগিয়ে দিন। সম্ভব হলে তুলাটি আঁচিলের ওপরে অনেক ক্ষণ চেপে ধরে রাখুন। এভাবে এক সপ্তাহ ব্যবহার করলেই আঁচিল ঝরে পড়বে।

অ্যাপেল সাইডার ভিনেগার : অ্যাপেল সাইডার ভিনেগার অত্যন্ত পরিচিত একটি নাম। তুলা বলে ভিনেগারে ভিজিয়ে দিনে ২ বার আঁচিলের ওপর লাগান। তবে আপনি চাইলে আঙ্গুল দিয়েও লাগাতে পারেন। এভাবে দুই সপ্তাহ ব্যবহার করলে আঁচিল ঝরে পড়বে।

পূর্ববর্তী নিবন্ধবাবার খোঁজে ঢাকায় এক ব্রিটিশ যুবক
পরবর্তী নিবন্ধঅভিষেকে খুশি নুরুল হাসান