অ্যাসাঞ্জের সঙ্গে বহু সময় কাটিয়েছি : পামেলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রশংসা করে আবেদনময়ী এক প্রেমপত্র প্রকাশ করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।

তিনি বলেন, অ্যাসাঞ্জের সঙ্গে বহু সময় কাটিয়েছেন। পত্রে অ্যাসাঞ্জকে ‘মাই জুলিয়ান’ বলে সংবোধন করেছেন পামেলা। এমনকি অ্যাসাঞ্জের ওপর পামেলা যে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তা অসত্য বলে ঘোষণা করেছেন।

পামেলা অ্যান্ডারসন ফাউন্ডেশনের ওয়েবসাইটে শনিবার তিনি লেখেন- জুলিয়ান অ্যাসাঞ্জ খুবই বুদ্ধিমান, আকর্ষণীয় এবং সব বিষয়ে ওয়াকিবহাল একজন পুরুষ। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি সে একজন যৌন আবেদনময়ী পুরুষ। তার অসাধারণ শক্তি ও মনোবল রয়েছে।

পামেলা আরও লেখেন- তার উদ্দেশ্য ভালো ছিল এবং ২০১০ সালে তার ওপর আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন ৪৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ। সে সময় থেকে অ্যাসাঞ্জ সেখানেই আছেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়, গত পাঁচ বছরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে ছয়বার দেখা করেছেন পামেলা। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলে অ্যাসাঞ্জ বলেছিলেন, পামেলা এখন ওই সব পুরুষের হয়ে কাজ করছেন যারা আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ আনার কাজে ব্যস্ত।

পামেলা আরও লেখেন- আমি তার সঙ্গে বহু সময় কাটিয়েছি। আমি তার উদ্দেশ্য সম্পর্কে জানতাম। অবশ্যই সে একজন খুব ভালো মানুষ। তিনি (অ্যাসাঞ্জ) প্রত্যেক নাগরিকদের পাশে রয়েছেন। প্রকাশ করছেন দুর্নীতিবাজদের সব অপকর্ম।

সবশেষে পামেলা লেখেন- ধন্যবাদ আমার উইকিলিকসের হিরোকে। অবশ্যই আমার জুলিয়ানের পাশে সব সময় থাকব আমি।

‘লাভ পামেলা’ লিখে ওই প্রেমপত্রের ইতি টানেন এই ‘বেওয়াচ’ তারকা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে খুন
পরবর্তী নিবন্ধপা ব্যথার কছু অজানা কারণ