অ্যাসাঞ্জকে আটকের আর্জি সুইডেনের

পপুলার২৪নিউজ ডেস্ক:

ধর্ষণের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জকে আটকের আর্জি জানিয়েছে সুইডেন।

সোমবার অ্যাসাঞ্জের অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে আটকাদেশ দিতে স্থানীয় আদালতের কাছে আর্জি জানান দেশটির সরকারি আইনজীবীরা।

ওই আর্জিটি গৃহীত হলে তা অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে সুইডেনের কাছে হস্তান্তর প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। এমনটাই আশঙ্কা মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের।

অ্যাসাঞ্জ এখন ব্রিটেনের কারাগারে আছেন। সেখানে জামিনের শর্ত ভঙ্গের দায়ে ৩৫০ দিনের কারাবাসের দণ্ড ভোগ করছেন তিনি। খবর রয়টার্সের।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রা নিরাপদ করতে যাত্রী কল্যাণ সমিতির ২০ প্রস্তাব
পরবর্তী নিবন্ধযৌন নির্যাতনের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা : ওসি প্রত্যাহার