‘অ্যারেঞ্জ ম্যারেজ’ করলেন তৌসিফ-নিহা!

বিনোদন ডেস্ক:
সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন তৌসিফ মাহবুব। একই কথা বলা যেতে পারে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা প্রসঙ্গে। এই দুই তারকাকে জুটি করে কাজ করেছেন নির্মাতা শিহাব শাহীন।

সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এটি নির্মাণ করেছেন শাহীন। তার নাটকের দুই পাত্র পাত্রী তৌসিফ ও নিহা। নাটকটিতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তারা। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

নির্মাতা শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক তেমন প্র্যাকটিক্যালও।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভি’র ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত কবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান