পপুলার২৪নিউজ ডেস্ক:
অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে হোটেল বুকিং করার সুবিধা এনেছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। চমৎকার ইন্টারফেসের এই অ্যাপটি চালু করে ব্যবহারকারী কোথায় হোটেল বুকিং নিতে চান, সেই তথ্য দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় হোটেলের তালিকা ও মূল্য দেখাবে।
জোভাগোর অ্যাপটির সাহায্যে হোটেল রুমের উচ্চ রেজল্যুশনের ছবিও দেখা যাবে। রুমটি সম্পর্কে ব্যবহারকারীরা আগে থেকে ধারণা নিতে পারবেন। এরপর সেখান থেকে বুকিং অপশনে ক্লিক করেই বুকিং করা যাবে পছন্দ অনুযায়ী রুম। অ্যাপটিতে রয়েছে যোগাযোগ ও নোটিফিকেশন সুবিধা। বিদেশি পর্যটকদের জন্য অ্যাপটিতে রয়েছে কারেন্সি সুবিধা। এতে খরচ আগে থেকে জেনে নেওয়া যাবে।
জোভাগো কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য সহজে হোটেল বুকিং করার সব ফিচার রয়েছে অ্যাপটিতে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা (https://goo.gl/BnwIdG) ঠিকানা থেকে এবং আইওএস ব্যবহারকারী (https://goo.gl/6SgH7O) লিংক থেকে বিনা মূল্যে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি।