পপুলার২৪নিউজ ডেস্ক:
নাৎসিদের অত্যাচার যখন চরম আকার ধারণ করেছে তখন সে পরিবারসমেত লুকিয়ে ছিল অত্যন্ত মানবেতর পরিস্থিতিতে। এ সময়ে সে তার দৈনন্দিন ঘটনাবলি লিখে রাখে ডায়েরিতে। এ ডায়েরিটি পরবর্তীতে প্রকাশিত হলে তা বহু মানুষ পড়ে এবং বইটি রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে। এটি এখন পর্যন্ত বিশ্বের অন্যতম পঠিত বই এবং অনেক চলচিত্র ও নাটকের মূল বিষয় হিসেবে নেওয়া হয়েছে।
সম্প্রতি নাৎসিদের ডেথ ক্যাম্প থেকে একটি কানের দুল পাওয়া গেছে । আর এ ধরনের দুল অ্যানা ফ্রাংক ব্যবহার করতেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের ইয়াড ভ্যাসেম হলোকাস্ট মেমোরিয়াল।
তবে এ কানের দুলটি ঠিক অ্যানা ফ্রাঙ্ক ব্যবহার করতেন না। এটিকে প্রাথমিকভাবে তার সমবয়সী ক্যারোলিন কোহনের বলে ধারণা করা হচ্ছে। এতে তার জন্মতারিখ ০৩-০৭-১৯২৯ লেখা রয়েছে। তবে এ কানের দুলের সঙ্গে অ্যান ফ্রাঙ্কের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।
পোল্যান্ডে অবস্থিত সবিবর নামে নাৎসি সাবেক এ বন্দিশিবিরে অনুসন্ধান ও খনন কার্যক্রম চালানো হচ্ছে ২০০৭ সাল থেকে। তিনকোনা কানের দুলটি পেয়ে এ অনুসন্ধান আরও গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অবশ্য ধরা পড়ার পর অ্যানা ফ্র্যাংক ও তাঁর বোন মার্গট ফ্র্যাংককে বার্গেন-বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ১৯৪৫ সালে টাইফাসে আক্রান্ত হয়ে তাঁরা দুজনেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
নতুন এ নিদর্শনটি পাওয়ার পর এ ক্যাম্পগুলোতে ঠিক কোন পরিস্থিতি হয়েছিল এ বিষয়গুলো সঠিকভাবে জানা যাবে বলে মনে করছেন অনুসন্ধানকারীরা।